আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
কারিগরি ত্রুটিতে খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল
কারিগরি সমস্যার কারণে শেষ মুহূর্তে পিছিয়ে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রক্রিয়া। কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানোর কথা থাকা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে না পারায় পুরো যাত্রা সূচি পরিবর্তন করতে হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, হঠাৎ উদ্ভূত প্রযুক্তিগত জটিলতার কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে পারেনি। সবকিছু ঠিক থাকলে শনিবার বিমানে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: গণমানুষের স্বাস্থ্যসেবায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. রফিকুল ইসলাম
এর আগে বৃহস্পতিবার রাত থেকেই বিভিন্ন মাধ্যমে খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। চিকিৎসার জরুরি প্রয়োজনের কথা বিবেচনায় সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় শুক্রবারই তার বিদেশ যাওয়ার কথা ছিল। তবে সকালেই বিএনপি মহাসচিব নিশ্চিত করেন যে যাত্রায় পরিবর্তন এসেছে।
তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। আশা করছি আগামীকালই পৌঁছাবে। তবে সবকিছু নির্ভর করবে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির ওপর।
আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন
মির্জা ফখরুল আরও জানান, মেডিকেল বোর্ড অনুমতি দিলে এবং শারীরিক অবস্থা অনুকূলে থাকলে ৭ ডিসেম্বর খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন।





