ওসমান হাদীকে দিনে মাথায় গুলি রাতে বাড়িতে চুরি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই ঝালকাঠির নলছিটিতে তার গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে নলছিটির গ্রামের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরের ভেতরে প্রবেশ করে। তবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা জানালেন সালাহউদ্দিন
এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি গ্রামের বাড়িতে চুরির ঘটনায়ও স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে।





