তারেক রহমান দেশে ফেরার পরের যেসব কর্মসূচি নির্ধারিত হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের কারণে রাজধানীতে সম্ভাব্য জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় নগরবাসীর কাছে ক্ষমা চেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি জানিয়েছে, জনভোগান্তি তৈরি হয়—এমন কোনো কর্মসূচি তারেক রহমান নিজেও সমর্থন করেন না।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ।
আরও পড়ুন: বিএনপিতে যোগ দিলেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যেই রাজধানীর একপাশে ৩০০ ফুট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপনের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।” তিনি আরও জানান, এ অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না।
সালাহউদ্দিন আহমদ বলেন, দলের নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা যাতায়াতের ক্ষেত্রে কাঞ্চন ব্রিজ ব্যবহার করেন এবং নগরীর প্রধান সড়কগুলোতে যানজট সৃষ্টি না হয়।
আরও পড়ুন: কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন চিঠি পেলেন ড ওসমান ফারুক
বিএনপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন।
এরপর বিমানবন্দর থেকে ৩০০ ফুট সড়ক হয়ে সংবর্ধনা গ্রহণ শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখান থেকে গুলশানের নিজ বাসভবনে যাবেন তিনি।
বিএনপি জানিয়েছে, তারেক রহমানের আগমন উপলক্ষে পরবর্তী দুই দিনও বিভিন্ন কর্মসূচি নির্ধারিত রয়েছে। শুক্রবার জুমার নামাজের পর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
শনিবার তিনি ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন ভবনে যাবেন। একই দিনে জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে সাক্ষাৎ করতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এছাড়া ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করার কর্মসূচিও রয়েছে।
বিএনপি নেতারা জানিয়েছেন, তারেক রহমানের পুরো সফরসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সংযম ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।





