এভারকেয়ারের পথে তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:০৭ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বক্তব্য শেষে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটের দিকে সংবর্ধনাস্থল ত্যাগ করে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে যাত্রা করেন তিনি।

আরও পড়ুন: মায়ের টানে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান

এর আগে, বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি-২০২) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি পূর্বাচলের সংবর্ধনাস্থলে পৌঁছান।

গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন তারেক রহমান। তিনি বলেন, “প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহর দয়ায় আবার মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি।”

আরও পড়ুন: তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে সুবাতাস

তিনি বলেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারে। “একজন মা যেমন একটি নিরাপদ দেশ দেখতে চান, আমরা তেমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই—যেখানে মানুষ নিরাপদে ঘর থেকে বের হয়ে নিরাপদেই ঘরে ফিরতে পারবে,” বলেন তিনি।

তারেক রহমান আরও বলেন, ১৯৭১ সালে দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ঠিক তেমনি ২০২৪ সালে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। তিনি বলেন, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার এবং গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।