গুলশান অফিসে যাচ্ছেন তারেক রহমান

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৫২ পূর্বাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ গুলশানে দলের কার্যালয়ে অফিস করবেন। কিছুক্ষণের মধ্যেই তিনি গুলশান অফিসে পৌঁছাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এটি তারেক রহমানের গুলশান অফিসে যাওয়ার প্রথম ঘটনা, যা দলীয় রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নেতাকর্মীরা।

তারেক রহমানকে গুলশান কার্যালয়ে স্বাগত জানাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় মোতায়েন থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

উল্লেখ্য, ১/১১ সরকারের সময় রাজনৈতিক নিপীড়নের মুখে তারেক রহমান লন্ডনে চলে যান। ওই সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও কারাবন্দি ছিলেন। ১/১১ পরবর্তী সময়ে গুলশানের এই কার্যালয়টি বেগম খালেদা জিয়ার কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

দীর্ঘ সময় পর তারেক রহমানের গুলশান অফিসে উপস্থিতি বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনায় নতুন গতি আনবে বলে আশা করছেন দলীয় নেতারা।

আরও পড়ুন: মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত