শহীদ জিয়ার কবরের পাশে খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪৯ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি শুরু হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার ও দল।

বিএনপি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন: লাখো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকেই শহীদ জিয়ার মাজার প্রাঙ্গণে কবরের মাপজোকের কাজ শুরু হয়েছে।

ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় মোতায়েন থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

দলীয় সূত্র জানিয়েছে, পারিবারিকভাবে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, খালেদা জিয়ার জীবনসঙ্গী জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে চিরশায়িত করা হবে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি স্থানের পাশে নির্ধারিত একটি গোলাকার স্থানের ভেতরেই বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করা হবে। এ উদ্দেশ্যে সেখানে প্রয়োজনীয় কাজ ইতোমধ্যে শুরু করেছেন সংশ্লিষ্টরা।

ওসি মনিরুল ইসলাম আরও বলেন, জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে গোলাকার বৃত্তাকার স্থানে বেগম খালেদা জিয়াকে দাফনের জন্য কাজ চলছে।