শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাক বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:০৭ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের আশপাশে সিগারেটসহ তামাকজাত দ্রব্য বিক্রিতে কড়াকড়ি আরোপ করেছে সরকার। এসব এলাকার ১০০ মিটারের মধ্যে তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রি করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রেখে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়। এর মাধ্যমে ২০০৫ সালের সংশ্লিষ্ট আইন সংশোধন করা হয়েছে।

আরও পড়ুন: প্রকাশ হলো ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা

অধ্যাদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রি করতে পারবেন না এবং বিক্রির ব্যবস্থা করাও নিষিদ্ধ।

এতে আরও উল্লেখ করা হয়েছে, সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রয়োজনে সাধারণ কিংবা বিশেষ আদেশের মাধ্যমে এই নিষিদ্ধ এলাকার পরিধি বাড়াতে পারবে।

আরও পড়ুন: সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন, হবে ৯ জানুয়ারি

নতুন বিধান অনুযায়ী, কেউ এই আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে। একই অপরাধ দ্বিতীয়বার বা বারবার করলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হারে বাড়বে।