বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ডাকসুর বাস সার্ভিস
সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে ডাকসু।
ডাকসু সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মানিক মিয়া এভিনিউয়ের উদ্দেশ্যে মোট ১০টি বাস ছাড়বে।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাক বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানা
ডাকসুর ঘোষণায় বলা হয়, বেলা ১১টা ৩০ মিনিটে বাসগুলো ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করবে। এর মধ্যে ৫টি বাস ভিসি চত্বর থেকে, ৩টি বাস কার্জন হল এলাকা থেকে এবং ২টি বাস টিএসসি থেকে ছেড়ে যাবে।
ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের নির্বিঘ্নে জানাজায় অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন, হবে ৯ জানুয়ারি
উল্লেখ্য, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।





