ঘন কুয়াশা ও ঠান্ডায় কাঁপছে দেশ, সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪৬ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শীত জেঁকে বসতে শুরু করেছে। কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জনজীবন। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে— ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আপাতত আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা নেই।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কিছু এলাকায় দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: ২১ জেলায় শৈত্যপ্রবাহ সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।

পাশাপাশি কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ঠান্ডার অনুভূতি অব্যাহত থাকতে পারে। এই সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: সারাদেশে ঘন কুয়াশা অব্যাহত, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস