মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:৩০ পূর্বাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসের কারণে জেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে এবং দ্রুত কমতে শুরু করেছে তাপমাত্রা।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বুধবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।

আরও পড়ুন: তাপমাত্রা কমার আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এটিই চলতি মৌসুমে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা বলে জানান তিনি।

দ্রুত তাপমাত্রা কমে যাওয়ায় জেলায় জনদুর্ভোগ বেড়েছে। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ চরম বিপাকে পড়েছে। কনকনে শীত ও ঘন কুয়াশার কারণে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।

আরও পড়ুন: কুয়াশায় শুরু ঢাকার সকাল, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত

শীতের প্রভাবে হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়ে গেছে। চিকিৎসকরা জানান, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগীর চাপ বাড়ছে।