ফ্রেন্ডশিপের রুনা খান পেলেন ‘প্রকৃতি সংরক্ষণ পদক ২০২৫’

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫১ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের পরিবেশ ও প্রান্তিক মানুষের কল্যাণে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান হাতে পেয়েছেন ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক ২০২৫’।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর চ্যানেল আই চেতনা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে রুনা খানের হাতে ১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এছাড়া ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে আজীবন বিনামূল্যে চিকিৎসাসেবার সনদ প্রদান করা হয়।

আরও পড়ুন: শুরু হচ্ছে শিশু-কিশোরদের এক মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. কামরুজ্জামান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশ আন্দোলনের প্রতিনিধিবৃন্দ।

রুনা খানের নেতৃত্বে ২০০২ সালে ফ্রেন্ডশিপ যাত্রা শুরু করে একটি পরিত্যক্ত জ্বালানি তেলবাহী জাহাজকে হাসপাতালে রূপান্তরের মাধ্যমে। আজ প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপদ পানি, জলবায়ু সহনশীল অবকাঠামো, নাগরিক অধিকার এবং জীবিকাভিত্তিক উন্নয়নে বিশ্বজুড়ে স্বীকৃত। প্রতিবছর প্রায় ৭৫ লাখ মানুষ সরাসরি ফ্রেন্ডশিপের কার্যক্রমের সুফল পাচ্ছেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জ রেলস্টেশনে পথশিশুদের নিয়ে দিনব্যাপী আনন্দ উৎসব

উপকূলীয় অঞ্চলে ফ্রেন্ডশিপের ম্যানগ্রোভ বনায়ন প্রকল্পে ৬২ কিলোমিটার নদীতীরজুড়ে বৃক্ষরোপণের মাধ্যমে নদীভাঙন রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু সহনশীল জীবিকা গড়ে তোলা হয়েছে।

রুনা খান রোলেক্স লরিয়েট, অশোকা ফেলো এবং শওয়াব ফাউন্ডেশনের সোশ্যাল উদ্যোক্তা। তিনি বহু আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য: রোলেক্স অ্যাওয়ার্ডস ফর এন্টারপ্রাইজ, আইডিবি প্রাইজ ফর উইমেনস কনট্রিবিউশন টু ডেভেলপমেন্ট, শওয়াব ফাউন্ডেশন সোশ্যাল এন্ট্রাপ্রেনার অ্যাওয়ার্ড এবং গ্রিন অ্যাওয়ার্ড বাই পজিটিভ প্ল্যানেট। ২০২৫ সালে ‘ফিক্স আওয়ার ক্লাইমেট’ ক্যাটাগরিতে সমন্বিত জলবায়ু অভিযোজন মডেলের জন্য দি আর্থশট প্রাইজ অর্জন করে তিনি এবং তাঁর প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক স্বীকৃতি পান।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ২০১১ সাল থেকে নিয়মিতভাবে ‘প্রকৃতি সংরক্ষণ পদক’ প্রদান করে আসছে, যাতে পরিবেশ সংরক্ষণে অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব ও উদ্যোগগুলো জাতীয় স্বীকৃতি পায়।