গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান
শনিবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কারযালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বিএনপিতে যোগ দিলেন।
রাশেদ খান ঝিনাইদহ -৪ আসনে বিএনপি প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেবেন।
আরও পড়ুন: লাখো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘‘ জনাব রাশেদ খান তিনি বিএনপিতে যোগ দিচ্ছেন। আমি অভিনন্দন জানাই।
বিএনপি সিদ্ধান্ত নিয়েছেন রাশেদ খান ঝিনাইদহ- ৪ আসন যেটা ঝিনাইদহ সদর ও কালিগঞ্জ থানা নিয়ে এই আসনে জনাব রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছে।”
আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় মোতায়েন থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী
তিনি বলেন, ‘‘ আমি অনুরোধ করব, ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সকল নেতা-কর্মীকে মো. রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করতে সর্বশক্তি দেয়ার জন্য।”
রাশেদ খান বলেন, ‘‘ আমি ও নুরুল হক নূর কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাই বিপ্লবে আমার ভূমিকা সাংবাদিকরা জানেন। এ নিয়ে আমি কিছু বলতে চাই না। বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া্উর রহমান যাকে আমি নিজের আদর্শ মনে করি। বর্তমান বিএনপির নেতত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে তার সাথে আমার সম্পর্ক।”
‘‘আমি মনে করি, নতুন বাংলাদেশ গঠনে তার নেতত্ব দেশ এবং জনগনের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি বিশ্বাস করি, সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি এবং জনাব তারেক রহমানের নেতত্ব দেশ ও জনগনের জন্য সংগ্রাম করে যাব ও কাজ করে যাব।”
এই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।
ইতিমধ্যে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি কুমিল্লা-৭ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছে।
বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা নিজ নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন। শাহাদাত হোসেন সেলিম লক্ষীপুর-১ আসনে এবং সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন।





