গাজীপুরে ‘মিয়া কসাই’ গ্রেপ্তার: উদ্ধার দুই বিদেশি পিস্তল ও ২৪ রাউন্ড গুলি
গাজীপুরে কসাইয়ের কাজের আড়ালে দীর্ঘদিন ধরে অস্ত্র রাখার অভিযোগে মোসলেম উদ্দিন মিয়া (৪০) ওরফে ‘মিয়া কসাই’কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ২৪ রাউন্ড গুলি এবং চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার মোসলেম উদ্দিন মিয়া ঢাকার মগবাজার নয়াটোলা এলাকার মৃত জালাল মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগরের গাছা থানাধীন খাইলকুর বগারটেক এলাকায় জনৈক তাহেরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় বাজারে কসাইয়ের কাজ করতেন। এলাকায় তিনি ‘মিয়া কসাই’ নামে পরিচিত ছিলেন।
আরও পড়ুন: শিবপুর প্রেসক্লাবের আসাদ সভাপতি, মাহবুব খান সাধারণ সম্পাদক নির্বাচিত
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সোয়া ১০টার দিকে বগারটেক এলাকায় মিয়া কসাইয়ের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ এমএম ও একটি ৯ এমএম বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই একজন অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে ঢাকা মহানগরের শাহজাহানপুর থানায় অস্ত্র আইনে এবং হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট দুইটি মামলা রয়েছে।
আরও পড়ুন: ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
এই ঘটনায় তার বিরুদ্ধে গাছা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।





