নব্বইয়ের ছাত্র ঐক্য ও ডাকসু নেতৃবৃন্দের খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা
নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারী) বেলা ১২টায় নব্বইয়ের ডাকসুর ভিপি ও সে সময়ের সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক আমান উল্লাহ আমানের নেতৃত্বে নেতারা শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ করেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন।
আরও পড়ুন: গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান
এ সময় সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব, জহির উদ্দিন স্বপন, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, খন্দকার লুৎফর রহমান, নাজমুল হক প্রধান ও মীর সরাফত আলী সপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে আমান উল্লাহ আমান বলেন, “আমরা নব্বইয়ের সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এসেছি। তাঁর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেছি।”
আরও পড়ুন: মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ সময় ধরে তাঁর বিরুদ্ধে মামলা, বিচারিক হয়রানি ও কারাবন্দিত্বের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনার রাজনৈতিক দায় সংশ্লিষ্টদের এড়ানোর সুযোগ নেই।
আমান উল্লাহ আমান আরও বলেন, “বেগম খালেদা জিয়ার জানাজায় বিপুল মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি ছিলেন ঐক্যের প্রতীক, গণতন্ত্রের প্রতীক এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। তিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন।”
তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার পরিবারকেন্দ্রিক রাজনৈতিক বাস্তবতার কথাও তুলে ধরেন এবং বলেন, জনগণের ভালোবাসাই প্রমাণ করে দেয় তাঁর নেতৃত্বের গ্রহণযোগ্যতা।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি ৭ দিনের শোক কর্মসূচি পালন করছে। এ উপলক্ষে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে।





