প্রশাসন এক দলের প্রতি ঝুঁকছে, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা: ডা. তাহের
প্রশাসন একটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দেখাচ্ছে দাবি করে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কি না—সে বিষয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীতে জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জ-২ আসনে একই পরিবারের তিন প্রার্থী, ভিন্ন দল—রাজনীতিতে ত্রিমুখী সমীকরণ
ডা. তাহের বলেন, আবার যদি পাতানো নির্বাচন হয়, তাহলে দেশ আবার ধ্বংসের দিকে যাবে। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নির্বাচন কমিশনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাছে জামায়াত স্পষ্টভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথা তুলে ধরেছে। তবে অভিযোগ করে বলেন, প্রশাসন একটি দলকে বেশি গুরুত্ব দিচ্ছে, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
আরও পড়ুন: দুস্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের দাবি মির্জা ফখরুলের
এ সময় এনসিপিকে ১০টি আসন দেওয়ার খবরকে গুজব ও অসত্য বলে দাবি করেন জামায়াতের নায়েবে আমির। তিনি বলেন, ১১ দলীয় জোটের নির্বাচনি আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা খুব শিগগিরই দেওয়া হবে।
ব্রিফিংয়ে জানানো হয়, আসন্ন জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন এবার সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা করছে।





