মতপার্থক্য থাকবে, কিন্তু বিভেদ নয়: তারেক রহমান
ভবিষ্যৎ সাংবাদিকতায় পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে জাতীয় ঐক্যের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মতপার্থক্য স্বাভাবিক, তবে সেটি যেন কখনো মতবিভেদে রূপ না নেয়—সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনও ধরাছোঁয়ার বাইরে: জামায়াত আমির
তারেক রহমান বলেন, ‘হিংসা বা প্রতিহিংসা কখনোই ভালো কিছু বয়ে আনে না। আমাদের মধ্যে ভিন্নমত থাকতে পারে, কিন্তু দলমত নির্বিশেষে সবাই একসঙ্গে কাজ করলে সমস্যার সমাধান সম্ভব।’
সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমরা পাঁচ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। সেই সময়ে ফিরে যাওয়ার কোনো প্রয়োজনও নেই। ভবিষ্যতে সাংবাদিকতায় স্বাধীনতা থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।’
আরও পড়ুন: ২২ জানুয়ারি থেকে নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান, শুরু সিলেট থেকে
দীর্ঘ সময় দেশে না থাকলেও সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজ রাখার কথা উল্লেখ করে তিনি বলেন,
‘আমি দেশে উপস্থিত না থাকলেও সব সময় যোগাযোগ রেখেছি। গত ১৬ বছরে সাংবাদিকদের ওপর যে নির্যাতন হয়েছে, তা আমি জানি। একই সময়ে আমার নেতাকর্মী এবং আমার মাও নির্যাতনের শিকার হয়েছেন—এগুলো বড় উদাহরণ।’
দেশের পরিবেশ ও পানি দূষণের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘একের পর এক নদী দূষিত হচ্ছে। এ বিষয়ে সংসদে আলোচনা হওয়া দরকার, পাশাপাশি সেমিনার ও গবেষণার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতে হবে।’
নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নতুন প্রজন্ম অনেক আশাবাদী। তাদের সব প্রত্যাশা হয়তো একসঙ্গে পূরণ করা সম্ভব নয়। তবে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব।’





