আওয়ামী লীগের লোভের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি: আমির খসরু
আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে নানা প্রলোভন দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আপসহীন রাজনীতির শিক্ষা তারা পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছ থেকেই।
শনিবার বিকেলে চট্টগ্রামের দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সিডিএ বালুর মাঠে আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনও ধরাছোঁয়ার বাইরে: জামায়াত আমির
আমির খসরু বলেন, “আমি যখন কারাগারে ছিলাম, তখন আওয়ামী লীগ আমার কাছে লোক পাঠিয়ে মন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু আমি সেই লোভে পা দিইনি। কারণ আমরা দেশনেত্রীর কাছ থেকে আপসহীনতা শিখেছি।”
তিনি বলেন, বেগম খালেদা জিয়া জীবনের মাত্র ২৫ শতাংশ সময় রাষ্ট্রক্ষমতায় ছিলেন, বাকি ৭৫ শতাংশ সময় কাটিয়েছেন আন্দোলন-সংগ্রাম, নির্যাতন ও কারাবাসের মধ্য দিয়ে। “তিনি কখনো স্বৈরাচারের সঙ্গে আপস করেননি। অথচ বিভিন্ন সময়ে অনেকেই আপস করেছে—১/১১-এর সময়ও অনেকে আপস করেছিল,” বলেন আমির খসরু।
আরও পড়ুন: ২২ জানুয়ারি থেকে নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান, শুরু সিলেট থেকে
বিএনপির এই নেতা আরও বলেন, “স্বৈরাচার আওয়ামী লীগ সরকার এবং তাদের সহযোগীরা বারবার লোভ দেখিয়েছে। কিন্তু দেশনেত্রী কখনো কোনো অবস্থাতেই আপস করেননি। এটাই আমাদের রাজনীতির মূল শিক্ষা।”
অনুষ্ঠানে দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সরদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মোস্তফার সঞ্চালনায় আরও বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, বিএনপি নেতা মো. সেকান্দর, হাজী হোসেন, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর মিয়াসহ অন্যান্য নেতারা।





