এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও অন্যান্য রাজনৈতিক নেতাদের পর এবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন সূত্র নিশ্চিত করেছে, ডা. শফিকুর রহমানের নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে তাকে গানম্যান দেওয়া হয়েছে। এর আগে রবিবার (১২ জানুয়ারি) পুলিশ মহাপরিদর্শকের কাছে গানম্যান প্রদান সংক্রান্ত প্রস্তাবনা পাঠানো হয়।
আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি এবং হুমকি থাকার কারণে ডা. শফিকুর রহমানের বাসভবনে পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের বিশেষ শাখা (এসবি) তার নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ পাঠিয়েছিল। সেই সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে: মির্জা আব্বাস





