খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্রের তদন্ত প্রয়োজন: ডা. এফএম সাত্তার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৫:২৭ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রক্রিয়া ও ব্যবস্থাপত্র নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডা. এফএম সাত্তার।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

ডা. সাত্তার বলেন, “অবশ্যই চিকিৎসক দল, চিকিৎসা প্রক্রিয়া এবং চিকিৎসা সংক্রান্ত যে ব্যবস্থাপত্রগুলো দেওয়া হয়েছিল—তার সবকিছুরই তদন্ত হওয়া প্রয়োজন।”

তিনি আরও বলেন, ১২ বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার সময়ে খালেদা জিয়ার লিভার সিরোসিস শনাক্ত হওয়ার পর জানা যায়, বন্দি অবস্থায় চিকিৎসক দলের পরামর্শে তাকে মিথোট্রিক্স ওষুধ দেওয়া হতো। এই ওষুধ প্রয়োগের ক্ষেত্রে কিডনির কার্যকারিতা নিয়মিত পরীক্ষা করা বাধ্যতামূলক হলেও পিজি হাসপাতালে (বর্তমান বিএসএমএমইউ) একটি আল্ট্রাসনোগ্রামও করা হয়নি বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন গাজী আতাউর রহমান

সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও প্রয়াত নেত্রীর চিকিৎসার ইতিহাস ও ব্যবস্থাপত্র নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি জানান।