যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দল
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেন। নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার
প্রতিনিধি দলে আরও রয়েছেন—জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
দলীয় সূত্র জানিয়েছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু এবং সাম্প্রতিক প্রেক্ষাপটে করণীয় বিষয়গুলো নিয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে।
আরও পড়ুন: গণমানুষের স্বাস্থ্যসেবায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. রফিকুল ইসলাম





