জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামানকে বিএমডিসি শোকজ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:১৬ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অনুমোদনহীন ডিগ্রি ব্যবহার করার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এসএম খালিদুজ্জামানকে শোকজ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

সোমবার (১৯ জানুয়ারি) বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন স্বাক্ষরিত নোটিশে এই শোকজ করা হয়। বিএমডিসির অভিযোগ, ডা. খালিদুজ্জামান তার প্রচারপত্রে “MSc in Clinical Embryology & Pre-implantation Genetics (India)” ডিগ্রি উল্লেখ করে চিকিৎসা কার্য পরিচালনা করছেন। এতে রোগীর সঙ্গে প্রতারণার আশঙ্কা রয়েছে এবং এটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: গণমানুষের স্বাস্থ্যসেবায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. রফিকুল ইসলাম

নোটিশে বলা হয়েছে, ডা. খালিদুজ্জামানকে ১৫ কর্মদিবসের মধ্যে তার ডিগ্রি ব্যবহারের ব্যাখ্যা সহ বিএমডিসি থেকে প্রাপ্ত নিবন্ধন নম্বর উল্লেখ করে লিখিতভাবে কাউন্সিলকে অবহিত করতে হবে।

বিএমডিসি আইন, ২০১০-এর ধারা ১৩ এবং ২৯ অনুযায়ী, স্বীকৃত নয় এমন পদবি বা ডিগ্রি ব্যবহার করলে তিন বছর কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের শাস্তি হতে পারে। পুনরাবৃত্তি হলে ন্যূনতম ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হবে।

আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন

ডা. খালিদুজ্জামান ঢাকা মেইলকে বলেন, “নোটিশ এখনো হাতে পাইনি। অভিযোগের কোনো সত্যতা নেই। এটি রাজনৈতিকভাবে হেনস্তার উদ্দেশ্যে আনা হয়েছে। আমাদের সেবার মান সর্বোচ্চ এবং আন্তর্জাতিক মান বজায় রাখা হয়েছে। আমি এভারকেয়ার ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়েও কাজ করেছি।”

বিএমডিসির পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানাতে ডা. লিয়াকত হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সফল হয়নি।