যেসব দেশে রোজা বৃহস্পতিবার থেকে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল (২১ মার্চ) মঙ্গলবার পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। তাই ২২ মার্চ (বুধবার) শাবান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে দেশগুলোতে।
এদিকে আজ বুধবার সকাল ৮টা ১৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখা যাওয়ার খবর জানিয়েছে দেশটিতে অবস্থিত আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি)।
আরও পড়ুন: জুমার দিনে মুসলমানদের ১১ টি বিশেষ আমল
আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে থাকা আইএসির অ্যাসট্রোনমিক্যাল সিল অবজারভেটরির মাধ্যমে সকাল ৮টার পর রমজানের চাঁদের প্রথম ছবি তোলা হয়। এরপর সকাল ১০টা ৩৫ মিনিটে ১৪৪৪ হিজরি সনের রমজানের চাঁদের আরও পরিষ্কার ছবি পাওয়া যায়। এর ফলে কাল বৃহস্পতিবার থেকে দেশটির সাধারণ মানুষ সিয়াম-সাধনা শুরু করবেন।
সৌদি আরব, আমিরাতসহ যেসব দেশে বৃহস্পতিবার রোজা- এমন কয়েকটি দেশের নাম উল্লেখ করা হলো-
আরও পড়ুন: মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজযাত্রী নিবন্ধন
ইরাক: ইরাকের ফিকাহ বোর্ড ঘোষণা করেছে, বুধবার শাবানের ৩০তম দিন এবং বৃহস্পতিবার দেশটিতে পবিত্র রমজান শুরু হচ্ছে।
ফিলিস্তিন: আলকুদসের (জেরুসালেম) গ্র্যান্ড মুফতি জানিয়েছেন, মঙ্গলবার ফিলিস্তিনের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় রমজানের প্রথম দিন হবে বৃহস্পতিবার।
সংযুক্ত আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার শাবান মাসের শেষ দিন। রোজা শুরু বৃহস্পতিবার।
কুয়েত: বৃহস্পতিবার প্রথম রোজা বলে ঘোষণা করেছে কুয়েত।
বাহরাইন: বাহরাইনে বুধবার শাবান শেষ হবে। রমজানের প্রথম দিন বৃহস্পতিবার।
মিসর: মিসরের দারুল ইফতা জানিয়েছে, বৃহস্পতিবার রমজান শুরু হচ্ছে।
সিরিয়া: সিরিয়ার ফিকাহ বোর্ডের সূত্রে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার রোজার প্রথম দিন।
ইয়ামেন: ইয়ামেনের আওক্বাফ কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সেদেশের আকাশে নতুন চাঁদ ওঠেনি। সেজন্য রোজার শুরু বৃহস্পতিবার।
এছাড়াও কাতার, সুদান, লেবানন, তিউনিসিয়া, লিবিয়া, ওমানেও পবিত্র রমজানের প্রথম দিন বৃহস্পতিবার। সূত্র : আলজাজিরা