রমজানে ওমরাহ পালনে সৌদির কঠোর নিষেধাজ্ঞা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৪ | আপডেট: ৯:২১ পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রমজানকে ওমরাহ পালনের জন্য আদর্শ মৌসুম হিসেবে গণ্য করা হয়। এ মাসে অনেক মুসল্লি মক্কা ও মদিনায় যাওয়ার অপেক্ষায় থাকেন। এই নিয়ে রমজান মাসে ওমরাহ পালনে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এ সময়ে একবারের বেশি ওমরাহ পালনে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। কারণ হিসেবে উল্লেখ করা হয়, মক্কা শরীফে ভিড় কমাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৭ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। রোজা শুরু হলে ছোট হজ বা ওমরাহ পালন করতে অনেক মানুষ মক্কায় ভিড় করেন। এ কারণে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, রমজানে কাউকে একবারের বেশি ওমরাহ পালনে অনুমতি দেওয়া হবে না। মুসল্লিদের এই মাসে শুধুমাত্র একবারই ওমরাহ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

আরও পড়ুন: নুসুক অ্যাপ এখন থেকে ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে

 সৌদির সংবাদ মাধ্যমগুলো বলছে, ইলেকট্রনিক পদ্ধতিতে ওমরাহ অনুমতি দেওয়া সৌদির সরকারি নুসুক অ্যাপে যখন রমজানে কোনো ব্যক্তি দ্বিতীয়বারের মতো ওমরাহ পালনের অনুমতি চেয়ে আবেদন করেন তখন একটি বার্তা ভেসে ওঠে। এতে লেখা থাকে, “অনুমতি প্রদান ব্যর্থ হয়েছে। সবাইকে সুযোগ দিতে রমজানে দ্বিতীয়বার কেউ ওমরাহ করতে পারবেন না।”

 রমজানের ভিড় ব্যবস্থাপনায় বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে সৌদির সরকার। এরমধ্যে অন্যতম হলো যারা শুধুমাত্র ওমরাহ পালন করবেন তারাই কাবা চত্বরে যেতে পারবেন। 

আরও পড়ুন: ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

 বিদেশি মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং সহজে ওমরাহ পালন করতে পারেন সেজন্যও বিভিন্ন উদ্যোগ নিয়েছে দেশটি। এর অংশ হিসেবে ভিজিট ও পর্যটন ভিসাধারীদেরও ওমরাহ পালনের সুযোগ রাখা হয়েছে। এছাড়া এই ভিসাধারীরা মদিনার রওজা শরীফেও যেতে পারবেন। এজন্য তাদের অনলাইনে একটি অনুমতি নিলেই হবে। এছাড়া সাধারণ যে ওমরাহ ভিসা রয়েছে সেটির মেয়াদও ৩০ থেকে বাড়িয়ে ৯০ দিন পর্যন্ত করা হয়েছে।