তুরাগতীরে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আজ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ১০:৪১ পূর্বাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা আজ অনুষ্ঠিত হচ্ছে লাখো মুসল্লির উপস্থিতিতে বৃহৎ জুমার নামাজ। ইতোমধ্যে ইজতেমায় যোগ দিয়েছেন মাওলানা স্বাদ কান্ধলভীর দুই ছেলে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বৃহৎ এ জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা স্বাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ইজতেমার নিজামউদ্দিন অনুসারি দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: জুমার দিনে মুসলমানদের ১১ টি বিশেষ আমল

তিনি জানান, ‘বৃহৎ জুমার নামাজ উপলক্ষ্যে ইতোমধ্যে সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। দুপুর দেড়টায় খুতবা শুরু হবে। এরপরই জুমার নামাজ অনুষ্ঠিত হবে। জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা স্বাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।’

শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে বিশ্ব ইজতেমার ময়দানে উপস্থিত হন বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ ও ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ। ময়দানে পৌঁছে দীর্ঘ দোয়ায় অংশ নেন তারা। এসময় উপস্থিত সাথীরা কান্নায় ভেঙে পড়েন।

আরও পড়ুন: মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজযাত্রী নিবন্ধন

উল্লেখ্য, বৃহস্পতিবার বাদ আসর শুরু হওয়া তিন দিনব্যাপী নিজামুদ্দিন মারকাজ তথা ওই মারকাজের শীর্ষ মুরুব্বি সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।