মাতুয়াইল দরবার শরীফে ৩ দিনব্যাপী ওরসের আখেরি মোনাজাত

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ন, ০১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৫৬ অপরাহ্ন, ০১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাতুয়াইল দরবার এ মোজাদ্দেদীয়া (মাতুয়াইল দরবার শরীফ)-এ ৩ দিনব্যাপী ওরস ও আখেরি মোনাজাত কাল শুক্রবার দিবাগত রাতে শেষ হচ্ছে। প্রতি বছর আলহাজ হযরত মাওলানা শাহ্ সুফি কুতুব উদ্দিন আহমেদ খান (শাহ্ মাতুয়াইলী)-এর স্মরণে জানুয়ারি মাসের প্রথম দিন থেকে ৩ জানুয়ারি মধ্যরাতে বাৎসরিক ওরস নূর-এ-বরকত অনুষ্ঠিত হয়। এতে আখেরি মোনাজাতের পূর্বে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার ভক্ত মুরিদান ও ধর্মপ্রাণ মুসলমানগণ এ দরবার শরীফে উপস্থিত হন। অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে বিভিন্ন আলোচক ও মুফতি মাওলানাগণ গুরুত্বপূর্ণ বার্তা দেন। গদিনশীল পীর আলহাজ আবুল কাসেম জিয়া উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এ ওরস অনুষ্ঠিত হয়।

এছাড়াও মাতুয়াইল দরবার শরীফে ওরস উপলক্ষে ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি স্থানীয়ভাবে লোকজ মেলা বসে। এর আগে বৃহস্পতিবার দিনব্যাপী সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ ওরস শরীফে আসতে থাকেন এবং তাঁদের পদচারণায় পরিপূর্ণ হয়ে ওঠে মাতুয়াইল দরবার শরীফ ও আশপাশের এলাকা।

আরও পড়ুন: নির্বাচনের আগে হচ্ছে না টঙ্গীর ইজতেমা, খুলে ফেলা হচ্ছে প্যান্ডেল

গদিনশীল পীর আলহাজ আবুল কাসেম জিয়া উদ্দিন বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও দেশের সংখ্যাগরিষ্ঠ ৯২ ভাগ মুসলিম জনতার স্বার্থ রক্ষার ক্ষেত্রে সরকারকে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত গ্রহণে সামান্য ভুল হলে জাতিকে যুগ যুগ ধরে তার খেসারত দিতে হবে। আমরা ইসলামী হুকুমত চাই। তিনি বলেন, ইসলামের সূচনা সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামের পরশ ছোঁয়ায় মানুষ ইসলামের অনুপম আদর্শে মুগ্ধ হয়ে দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে।

তিনি আলহাজ হযরত মাওলানা শাহ্ সুফি কুতুব উদ্দিন আহমেদ খান (শাহ্ মাতুয়াইলী)-এর স্মরণে তাঁর ভক্ত মুরিদানকে জিকিরের তালীম, দরূদ, অজিফা ও আমলসমূহ নিয়মিত আদায়ের পরামর্শ দেন। পাশাপাশি প্রত্যেক মসজিদে সাপ্তাহিক তালীমী জলসা কায়েম করে জমইয়াতে হিযবুল্লাহর পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান এবং পীর ভাইদের থেকে দেশের প্রতিটি জেলা-উপজেলা পর্যায়ে ইসলামের পতাকাতলে সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেন।

আরও পড়ুন: দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে

প্রসঙ্গত, মাতুয়াইল দরবার শরীফ ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। মূলত কুতুববাগ দরবার শরীফ হিসেবে এটি পরিচিত এবং রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন (ডিএসসিসি ৬৩ নং ওয়ার্ড) মাতুয়াইলে অবস্থিত। ১৯৮৩ সালে সুফি নূর-এ-বরকত, মোফাচ্ছের-এ-কুরআন, হযরত মাওলানা শাহ্ সুফি আলহাজ হযরত শাহ চন্দ্রপুরী (রহ.) দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি সুফিবাদের আদর্শ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখানে প্রতি বছর ওরস, ঈদের জামাত ইত্যাদি অনুষ্ঠিত হয় এবং অনেক মুসল্লি অংশ নেন।