বসন্ত উৎসবে মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠীর পরিবেশনা
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গতকাল (১৪ ই ফেব্রুয়ারি) হয়ে গেল বসন্ত উৎসব। ''জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ" আয়োজিত পহেলা ফাল্গুন ১৪৩০, আয়োজন করে এই চমৎকার উৎসব।
ঢাকার ঐতিহ্যবাহী বাহাদুর শাহ পার্ক সদরঘাটের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের আহ্বায়ক ও আদি ঢাকা সাংস্কৃতিক জোট এবং সম্মানিত সভাপতি জনাব মানষ বোস বাবুরাম। বাংলাদেশের অতি পরিচিত সংগঠন মরমী লোকগীতি শিল্পীগোষ্ঠী পরিবেশন করে মনোজ্ঞ সংস্কৃতির অনুষ্ঠান। মরমীর পরিবেশনা ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন গানের সাথে নেচে গেয়ে হাজার দর্শক তাদের অনুভূতি প্রকাশ করেন। সমবেত সংগীত ছাড়াও একে একে মরমী শিল্পীরা গেয়ে শোনায় দ্বৈত এবং একক সংগীত।
আরও পড়ুন: গান গাইতে গাইতে মঞ্চে লুটিয়ে পড়লেন সাবিনা ইয়াসমিন
‘মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠী’ সংগঠনের সভাপতি ঢালী মোহাম্মদ গেয়ে শোনান কুটি মনসুর রচিত- ‘প্রেমের মরা সহজ নয়’ গানটি। সাধারণ সম্পাদক দিলদার হোসেন মুক্তার সহ সাধারণ সম্পাদক আবিদা সুলতানা দ্বেয় কন্ঠে গেয়ে শোনান- ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’। সাংগঠনিক সম্পাদক সাধনা মিত্র গেয়ে শোনান " শোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইলো" । অভিজিৎ মিত্র শোনান "আমার অন্তরায়,আমার কলিজায়" আর মৌরী তানিয়া গেয়ে শোনান "বন্ধে মায়া লাগাইসে" ।
দর্শকদের অনুরোধে দিলদার হোসেন মুক্তার ও আবিদা সুলতানা লাভলীকে আবার মঞ্চে আসতে হয়। তারা গেয়ে শোনান " তোরা বাতাস কর, বাতাস কর"
আরও পড়ুন: চূড়ান্ত হলো ফোক ফেস্টের তারিখ-ভেন্যু

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য যুগ্ম সাধারণ সম্পাদক ঢালি মনিরুজ্জামান, ইয়াসমিন আক্তার, ভ্রিগুরাম রায়, জান্নাতুল ফেরদৌস,রুনা,বৃষ্টি আক্তার সম্পুর্ণ অনুষ্ঠানের সাথে থেকে সহযোগিতা করেন।





