ফিফা নারী বিশ্বকাপে মরক্কোর ইতিহাস সৃষ্টি
মরক্কোর নারী ফুটবল দল বিশ্বকাপে ইতিহাস গড়ল। দলটির ডিফেন্ডার নুহাইলা বেনজিনা বিশ্বকাপ ইতিহাসে প্রথম হিজাব পরে খেলেছেন। এই ম্যাচে দক্ষিণ কোরিয়ারে হারিয়ে আরেকটি ইতিহাস গড়েন মরক্কোর মেয়েরা। প্রথম আরব দেশ হিসেবে বিশ্বকাপ খেলতে আসা দলটি বৈশ্বিক আসরে পেল প্রথম জয়ের স্বাদ।
ইবতিসাম জেরাইদির গোলে অঘটন ঘটিয়েছে মরক্কো। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোলটি করেন তিনি। এতে ১৭ র্যাংকধারী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেয় ৭২ র্যাংকধারী মরক্কো।
আরও পড়ুন: আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি
প্রথম ম্যাচে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়া দক্ষিণ কোরিয়ার ক্যাসি ফাইর আজ বদলি হিসেবে নামলেও লক্ষ্যভেদ করতে পারেননি। তার একটি শট বারের বাইরে দিয়ে চলে যায়।
জয় শেষে বাধাভাঙা আনন্দে মেতে ওঠেন মরক্কোর খেলোয়াড়রা। গোলদাতা জেরাইদি বলেন, ‘আমাদের পরিশ্রম কাজে এসেছে বলে আমরা অত্যন্ত আনন্দিত। এই জয় মরক্কো ও আরবের। আমাদের কঠোর পরিশ্রমের ফসল।’
আরও পড়ুন: বিয়ের তারিখ ঘোষণা করলেন রোনালদো-জর্জিনা
প্রথম ম্যাচে জার্মানির কাছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হেরে যাওয়া মরক্কো ঘুরে দাঁড়িয়ে আজ কোরিয়ার বিপক্ষে অসাধারণ পারফর্ম করেছে। প্রথমার্ধে দুই দলের মাত্র একটি শট লক্ষ্যে আঘাত হানে, সেটি মরক্কোর। হানানে আইত এলহাজের ক্রসে হেড নিয়ে গোলটি করেন জেরাইদি। এটা বিশ্বকাপে মরক্কোর প্রথম গোল। এই গোলটিই তাদের প্রথম জয়ও এনে দেয়।
টানা দুটি ম্যাচেই হেরে যাওয়া কোরিয়া আজ বিদায় নেবে, যদি বিকালের ম্যাচে কলম্বিয়ার কাছে জার্মানি হেরে না যায়।
এদিকে, শনিবার ‘এ’ গ্রুপের ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছে ব্রাজিল। এই ম্যাচেও ইতিহাস রচিত হয়। ফ্রান্স কোচ হার্ভে রেনো প্রথম কোচ হিসেবে পুরুষ ও নারী বিশ্বকাপে জয় পেলেন। ২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারায় সৌদি আরব, তখন সৌদির কোচ ছিলেন রেনো।
এদিন জিতলেই শেষ ষোলোয় উঠতো ব্রাজিল (৩ পয়েন্ট)। তবে এখন তাদের অপেক্ষায় থাকতে হবে শেষ দিনের জন্য। গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ জ্যামাইকা (৪ পয়েন্ট), আর ফ্রান্স (৪ পয়েন্ট) খেলবে পানামার (০ পয়েন্ট) বিপক্ষে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ২ আগস্ট।





