ব্রাজিল দলে ফিরেছেন নেইমার

সৌদি ক্লাব আল-হিলালে মোটা অঙ্কের চুক্তিতে যোগ দেবার পরেই খবর এলো ব্রাজিল দলে ফিরছেন নেইমার। ২০২৬ বিশ্বকাপ কনমেবল অঞ্চলের বাছাইপর্বের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ দিনিজ। চোট কাটিয়ে বাছাইপর্বের এই দলে ফিরেছেন নেইমার। জুন মাসে দুটি ম্যাচে চোট পাওয়ায় নেইমার দলে ছিলেন না।
আগামী বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম দুই রাউন্ডের জন্য শুক্রবার দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ ফের্নান্দো দিনিজ।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
সেপ্টেম্বরেই বলিভিয়া ও পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল। ৮ সেপ্টেম্বর ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে এবং ম্যাচের চারদিন পর পেরুর মাঠে খেলবেন নেইমাররা।
ব্রাজিল স্কোয়াড:
আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ
গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), বেন্তো ( আতলেতিকো)
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যানডারসন (মোনাকো), রেনান লদি( মার্শেই), হেনরিখ (মোনাকো), গ্যাব্রিয়েল মাগালহিস( আর্সেনাল), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (আল আহলি), নিনো (ফ্লুমিনেন্স)।
মিডফিল্ডার: ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংতন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেইগা( পালমেইরাস)
ফরোয়ার্ড: নেইমার (আল হিলাল), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), আন্তোনি ( ম্যানচেষ্টার ইউনাইটেড), ম্যাথুস কুনহা( উলভারহ্যাম্পটন)