বিশ্বরেকর্ডসহ ২০ ওভারে নেপালের ৩১৪ রান

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১১:৫৯ পূর্বাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৩
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

এশিয়ান গেমসে ক্রিকেটে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩ উইকেটে ৩১৪ রান করার পাশাপাশি পাঁচ পাঁচটা রেকর্ড গড়ে ফেলল নেপাল। একই সঙ্গে এই ফরম্যাটে সবচেয়ে বড় ব্যবধানে জয়ও পেয়েছে দলটি। পাশাপাশি ক্রিকেটের এই সংস্করণে দ্রুততম সেঞ্চুরি ও ফিফটির রেকর্ডেও নাম লিখিয়েছে নেপালের ক্রিকেটাররা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) হ্যাংঝুর পিংফেং ক্যাম্পাসের ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গোলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৬৬ রানেই ফিরেন দুই ওপেনার। এরপর তিনে নেমে কুশল মাল্লা ৫০ বলে ৮ চার ও ১২ ছক্কায় খেলেন ১৩৭ রানের বিধ্বংসী এক ইনিংস। এর আগে মাত্র ৩৪ বলেই তুলে নেন টি-টোয়েন্টি দ্রুততম সেঞ্চুরি। এতদিন ৩৫ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের মালিক ছিলেন ডেভিড মিলার ও রোহিত শর্মা।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

৬ ওভার বাউন্ডারি ও দুই বাউন্ডারিতে চারে নামা রোহিত পতিদার খেলেন ৩৭ বলে ৬১ রানের ইনিংস। এরপর পাঁচে নেমে ১০ বলে ৫২ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন দিপেন্দ্র সিং। এর আগে, ৮ ছক্কায় ৯ বলে ফিফটির বিশ্বরেকর্ড গড়েন তিনি। এর আগে, ২০০৭ বিশ্বকাপে ১২ বলে ফিফটি হাঁকিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন যুবরাজ সিং।

এর আগে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ দলের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের এক ইনিংসে সর্বোচ্চ ২২টি ছক্কা মারার রেকর্ড ছিল। কিন্তু নেপাল এই এই ম্যাচে মোট ২৬টি ছক্কা মেরে নতুন বিশ্ব রেকর্ড করেছে।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ৩১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় নেপাল। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪১ রানেই গুঁটিয়ে যায় মঙ্গোলিয়া। ফলে টি-টোয়েন্টিতে ২৭৩ রানের সবচেয়ে বড় জয় পেয়ে যায় নেপাল।