যে রেকর্ডে বাংলাদেশকে ছাড়িয়ে গেল উগান্ডা
বাংলাদেশের ক্রিকেট মানেই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, যেটি ‘হোম অব ক্রিকেট’ নামে পরিচিত। এখানে বাংলাদেশ খেলেছে অসংখ্য স্মরণীয় ম্যাচ। তবে এক ভেন্যুতে সর্বোচ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টি জয়ের রেকর্ডে আফ্রিকার দেশ উগান্ডা কিন্তু এগিয়ে গেছে বাংলাদেশকে পেছনে ফেলে।
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত রুয়ান্ডার গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৯ ম্যাচ খেলে ৩৫টি জয় তুলে নিয়েছে উগান্ডা। হেরেছে মাত্র ২ ম্যাচ, পরিত্যক্ত হয়েছে আরও ২টি ম্যাচ। নিজেদের দেশে শক্তিশালী অবকাঠামো না থাকায় তারা রুয়ান্ডার মাঠেই খেলেছে বেশিরভাগ ম্যাচ।
আরও পড়ুন: আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি
এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। ২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ৪৮ ম্যাচ খেলে ২৪টিতে জয় ও ২৪টিতে হার পেয়েছে টাইগাররা। তবে একটি বিশেষ রেকর্ড এখনো বাংলাদেশের দখলে—টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এক ভেন্যুতে সর্বোচ্চ টি-টোয়েন্টি জয়ের রেকর্ড বাংলাদেশেরই।
তালিকার বাকি অবস্থানগুলো হলো—
আরও পড়ুন: বিয়ের তারিখ ঘোষণা করলেন রোনালদো-জর্জিনা
৩ নম্বরে তানজানিয়া: গাহাঙ্গা স্টেডিয়ামে ২২ জয়
৪ নম্বরে ইন্দোনেশিয়া: উদয়না ক্রিকেট স্টেডিয়ামে ২১ জয়
৫ নম্বরে আফগানিস্তান: শারজা ক্রিকেট স্টেডিয়ামে ২০ জয় (টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে দ্বিতীয়)
এছাড়া ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডেও ২০ ম্যাচ জিতেছে তানজানিয়া। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে পাকিস্তান তৃতীয় ও চতুর্থ স্থানে (দুবাইয়ে ১৭ জয়, লাহোরে ১৬ জয়) এবং দক্ষিণ আফ্রিকা পঞ্চম স্থানে (জোহানেসবার্গ ওয়ান্ডারার্সে ১৪ জয়)।





