বিসিবি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন তামিম ইকবাল

Sadek Ali
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:৪৯ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সোমবার (১ অক্টোবর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

বিসিবি নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। তামিম সরাসরি বোর্ডে যুক্ত হয়ে ক্রিকেট পরিচালনায় অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বিশেষ করে ক্রিকেট অপারেশনে সক্রিয় ভূমিকা রাখতে চেয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করে নেন এই তারকা ক্রিকেটার।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতল ব্রাজিল

তামিম বাংলাদেশের অন্যতম সফল ব্যাটার ও অধিনায়ক। জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে ব্যাট হাতে অসংখ্য রেকর্ড গড়েছেন তিনি। অবসরের পর এবার বোর্ডে যুক্ত হয়ে ক্রিকেটের জন্য কাজ করার আগ্রহ দেখালেও তা আপাতত সম্ভব হলো না।

তামিমের সরে দাঁড়ানোয় নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার চিত্র বদলে গেছে। বিশ্লেষকরা মনে করছেন, অন্য প্রার্থীদের জন্য এখন সুযোগ বেড়ে যাবে।

আরও পড়ুন: কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার, সুয়ারেজ ও ডেকো

বিসিবি নির্বাচন কমিশনের তথ্য অনুসারে—

* ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। এর মধ্যে ঢাকা ৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন ও বরিশাল ১ জন।

* ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছেন ৩২ জন।

* ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নিয়েছেন ৩ জন।