বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

Sadek Ali
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭:৩৮ পূর্বাহ্ন, ০৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:৩৮ পূর্বাহ্ন, ০৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। নাহিদা-রাবেয়াদের ঘূর্ণি আর মারুফার আগুনঝরা গতিতে দেড়শ রানও করতে পারেনি পাকিস্তান। ছোট লক্ষ্য তাড়ায় ঝলক দেখালেন তরুণ ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক। অভিষেকেই দুর্দান্ত ফিফটিতে ১১৩ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ নারী দল।

কলম্বোতে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান করে। ইনিংসের শুরুতেই মারুফার গতি ও সুইংয়ে ধসে যায় পাকিস্তানের টপ অর্ডার। প্রথম ওভারেই ওমাইমা সোহেল ও সিধরা আমিনকে ফিরিয়ে দেন তিনি। পরে নাহিদা আক্তার ও রাবেয়া খান নিয়ন্ত্রণ আনেন মাঝের ওভারে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৩ রান আসে রামিন শামিমের ব্যাট থেকে।

আরও পড়ুন: বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৫৫০ কোটি টাকা

বাংলাদেশের হয়ে স্বর্ণা মাত্র ৫ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হন। এছাড়া মারুফা ও নাহিদা ২টি করে এবং নিশিতা নিশি, রাবেয়া খান ও ফাহিমা খাতুন ১টি করে উইকেট নেন।

ছোট লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা খুব ভালো হয়নি। ফারজানা হক (২) এবং শারমিন আক্তার (১০) ব্যর্থ হলে চাপ বাড়ে। তবে ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে চাপ সামলে নেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে তৃতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে দেন।

আরও পড়ুন: এমবাপ্পের জোড়া গোলে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

অভিষেক ওয়ানডেতেই বিশ্বকাপের মঞ্চে ফিফটি তুলে নেন ঝিলিক। তিনি ৭৭ বলে অপরাজিত ৫৪ রান করেন। তাকে সঙ্গ দেন সুবহানা মোস্তারি, যিনি ১৯ বলে অপরাজিত ২৪ রান করে ম্যাচ শেষ করেন।

৩১.১ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ে বাংলাদেশের নারী দল শুধু বিশ্বকাপে জয়ের স্বাদই পেল না, বরং বল-ব্যাটে দাপট দেখিয়ে আত্মবিশ্বাসও বাড়াল। বিশেষ করে রুবাইয়া হায়দারের অভিষেকের ফিফটি টাইগ্রেসদের ভবিষ্যৎ শক্তি হিসেবে নতুন সম্ভাবনার আভাস দিল।