জাকেরের প্রতি যা হয়েছে, তাতে আমি ক্ষুব্ধ: কোচ ফিল সিমন্স

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৪০ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাম্প্রতিক সময়ে খারাপ পারফরম্যান্সের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে বর্ণবাদী মন্তব্য ও আক্রমণাত্মক ট্রলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স।

শুক্রবার (১৭ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিমন্স বলেন, “আমি খুশি যে আপনি প্রসঙ্গটি তুলেছেন। প্রথমত, সামাজিক মাধ্যমে কী হচ্ছে, সেটা নিয়ে ক্রিকেটারদের কিছু করার নেই। ব্যক্তি হিসেবে সবারই মত প্রকাশের অধিকার আছে, তবে জাতীয় দলের ক্রিকেটারদের এসবের জবাব দেওয়া ঠিক নয়।”

আরও পড়ুন: আন্তর্জাতিক বিশ্বরেকর্ড গড়লেন লিওনেল মেসি

তবে তিনি কঠোর ভাষায় নিন্দা জানান বর্ণবাদী মন্তব্যের বিষয়ে।

“ক্রিকেটারদের প্রতি কোনো ধরনের বর্ণবিদ্বেষী আচরণ বা মন্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়। আপনি যেখান থেকেই আসেন না কেন—আমি পরোয়া করি না। কিন্তু জাকের আলির প্রতি যা হয়েছে, তাতে আমি গভীরভাবে ক্ষুব্ধ,” বলেন সিমন্স।

আরও পড়ুন: এনসিএল টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন রংপুর

তিনি আরও বলেন, “আমি চাই না আমার ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে এসবের জবাব দিক। বরং তারা মাঠেই নিজের পারফরম্যান্সের মাধ্যমে উত্তর দেবে।”

সম্প্রতি স্টেডিয়ামের গ্যালারিতেও জাকের আলির প্রতি বর্ণবাদী মন্তব্য ছোড়া হয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে কোচ সতর্ক করেন সমর্থকদের, বলেন—“ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং খেলাকে সম্মান করা আমাদের সবার দায়িত্ব।”