হামজার জোড়া গোলেও নেপালকে হারাতে পারল না বাংলাদেশ

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:১৪ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হামজা চৌধুরীর দারুণ জোড়া গোলও জয় এনে দিতে পারল না বাংলাদেশ দলকে। শেষ মুহূর্তে ইনজুরি সময়ে গোল খেয়ে নেপালের বিপক্ষে জয় হারায় স্বাগতিকরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে বাংলাদেশ ২-২ গোলে ড্র করে নেপালের বিপক্ষে।

আরও পড়ুন: আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি

নির্ধারিত ৯০ মিনিট শেষে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল। চতুর্থ রেফারি সায়মন সানি ৫ মিনিট ইনজুরি টাইম দেখান। কিন্তু সেই ইনজুরি সময়ের তৃতীয় মিনিটেই কর্নার থেকে অনন্ত তামাংয়ের ফ্লিক করা বলে গোল করে নেপাল। এতে শেষ মুহূর্তে আবারও জয়ের স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটে হামজা চৌধুরীর জোড়া গোলেই ম্যাচে ফিরেছিল লাল-সবুজরা।

আরও পড়ুন: বিয়ের তারিখ ঘোষণা করলেন রোনালদো-জর্জিনা

প্রথম গোলটি আসে বাইসাইকেল কিকে, যা স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের উল্লাসে মাতিয়ে তোলে। তিন মিনিট পর পেনাল্টি থেকে করেন তার দ্বিতীয় গোল।

২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর এ পর্যন্ত হামজার গোলসংখ্যা দাঁড়াল ৪, ম্যাচ খেলেছেন ৫টি।

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ৮০ মিনিটে হামজাকে তুলে নেন। এরপর থেকেই নেপাল আক্রমণে সক্রিয় হয়। একপর্যায়ে ইনজুরি সময়ে কর্নার থেকে গোল হজম করে স্বাগতিকরা।

বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা ও ডিফেন্ডারদের সমন্বয়ের অভাবেই গোলটি আসে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ হারানো বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। গত ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষেও ইনজুরি সময়ে গোল খেয়ে হারতে হয়েছিল জামালদের। এক মাস পর প্রীতি ম্যাচেও একই কাহিনি পুনরাবৃত্তি হলো।

এই ম্যাচ ছিল ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি হিসেবে। কোচ ক্যাবরেরা প্রীতি ম্যাচে দলের ঘাটতি নির্ণয় করতে চাইলেও ডিফেন্সের দুর্বলতা রয়ে গেল স্পষ্ট।