মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন অনন্ত আম্বানি
ভারত সফর লিওনেল মেসির জন্য স্মরণীয় হয়েই থাকছে। কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ঘুরে দিল্লি থেকে সফর শেষ করার কথা থাকলেও শেষ মুহূর্তে সূচিতে পরিবর্তন আসে। দিল্লির পরিবর্তে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি পাড়ি জমান গুজরাটের জামনগরে অবস্থিত বনতারায়।
ধনকুবের মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির আমন্ত্রণে বনতারায় যান মেসি। সেখানে তার বিভিন্ন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বনতারায় পুজো দেওয়া, সিংহ দর্শনসহ নানা অভিজ্ঞতায় মেতে ওঠেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
আরও পড়ুন: ফিফা দ্য বেস্ট জিতলেন উসমান দেম্বেলে
ভারতের চারটি রাজ্য ঘুরে এলেও বনতারায় এসে ভিন্নরকম অভিজ্ঞতা পান এলএম টেন। পুরো সফরে মেসির সঙ্গে ছিলেন সতীর্থ রদ্রিগো দি পল ও লুইস সুয়ারেজ। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন অনন্ত আম্বানি ও তার স্ত্রী রাধিকা মার্চেন্ট।
এই সফরের সবচেয়ে আলোচিত বিষয় হলো অনন্ত আম্বানির দেওয়া এক বিরল ও অত্যন্ত মূল্যবান ঘড়ি। তিনি মেসিকে উপহার দেন রিচার্ড মিলির আরএম০০৩-ভি২ জিএমটি ট্যুরবিলিয়ন এশিয়া এডিশন মডেলের একটি ঘড়ি। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৪ কোটিরও বেশি।
আরও পড়ুন: রেকর্ড দামে কেকেআরে কাটার মাস্টার
বিশ্বে এই বিশেষ সংস্করণের ঘড়ি রয়েছে মাত্র ১২টি। বনতারায় যাওয়ার পর মেসির হাতে এই ঘড়ি দেখা যাওয়ায় তা নিয়ে আলোচনা শুরু হয় বিশ্বজুড়ে।
ঘড়ির প্রতি মেসির আগ্রহ নতুন কিছু নয়। তার ব্যক্তিগত সংগ্রহে রয়েছে রোলেক্স লে ম্যান্স (১৮ ক্যারেট সোনা), রোলেক্স জিএমটি মাস্টার ২, অডেমার্স পিগেট রয়্যাল ওক ‘জাম্বো’ এক্সট্রা থিন এবং বার্বি রোলেক্সের মতো আরও বেশ কয়েকটি দুর্লভ ও দামি ঘড়ি।





