বার্নাব্যুতে ঘুরে দাঁড়াল রিয়াল, এমবাপে ছুঁলেন রোনালদোর ঐতিহাসিক রেকর্ড

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:৪৬ পূর্বাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দুই ম্যাচ হারের হতাশা পেছনে ফেলে বছরের শেষ ম্যাচে জয় পেল রিয়াল মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই জয়ে প্রথমে দলকে এগিয়ে দেন জুড বেলিংহ্যাম, পরে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপে। এই গোলের মাধ্যমে এক পঞ্জিকাবর্ষে রিয়ালের জার্সিতে সর্বোচ্চ ৫৯ গোলের রেকর্ডে পৌঁছে যান ফরাসি বিশ্বকাপজয়ী তারকা, যা এতদিন ছিল কেবল ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে।

শনিবার দিবাগত রাতে লা লিগার ম্যাচে ঘরের মাঠে সেভিয়াকে স্বাগত জানায় রিয়াল। ম্যাচজুড়ে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কার্যকর আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। ৫৬ শতাংশ বল দখলে রেখে ১৮টি শট নেয় রিয়াল, যার ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সেভিয়া ১৪টি শটের মধ্যে ৫টি রাখতে পারে গোলমুখে।

আরও পড়ুন: টাইব্রেকারে ৪ গোল ঠেকিয়ে হাত ভাঙল পিএসজি গোলরক্ষকের

ম্যাচের শুরুতেই দু’দলই সুযোগ তৈরি করে। পঞ্চম মিনিটে ফ্রান গার্সিয়ার শট ঠেকিয়ে দেন সেভিয়া গোলরক্ষক। কিছুক্ষণ পরই বড় সুযোগ পায় সফরকারীরা, কিন্তু গোলরক্ষক থিবো কোর্তোয়ার সামনে দাঁড়িয়েও লক্ষ্যভ্রষ্ট হন সেভিয়ার ফরোয়ার্ড। একাধিক ব্যর্থ আক্রমণের পর ৩৮ মিনিটে অবশেষে লিড নেয় রিয়াল। রদ্রিগো গোয়েসের নিখুঁত ক্রসে হেড করে বল জালে পাঠান জুড বেলিংহ্যাম।

বিরতির পর ম্যাচের গতি আরও বেড়ে যায়। দুই দলের গোলরক্ষকই বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ নষ্ট করেন। এমবাপের দুটি শট ঠেকান সেভিয়ার গোলরক্ষক। তবে ৬৮ মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়, যখন বেলিংহ্যামকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সেভিয়ার ডিফেন্ডার মার্কাও টেক্সেইরা।

আরও পড়ুন: বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৫৫০ কোটি টাকা

সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে শেষ দিকে চাপ বাড়ায় রিয়াল। ম্যাচের ৮৬ মিনিটে রদ্রিগোর ওপর ফাউলের কারণে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে।

এই গোলের মাধ্যমে ২০১৩ সালে ক্রিশ্চিয়ানো রোনালদোর করা এক বছরে ৫৯ গোলের রেকর্ডে পৌঁছান এমবাপে। নিজের আদর্শ রোনালদোর রেকর্ড স্পর্শ করার পর পর্তুগিজ তারকার বিখ্যাত ‘সিৃউ’ উদযাপনেও মাতেন তিনি। চলতি লা লিগায় এটি এমবাপের ১৮ ম্যাচে ১৮তম গোল।

এই জয়ের ফলে লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে মাত্র এক পয়েন্টে নামিয়েছে রিয়াল। ১৮ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জাবি আলোনসোর দল। এক ম্যাচ কম খেলে বার্সেলোনার পয়েন্ট ৪৩।