পেনাল্টি শুটআউট

তিউনিসিয়াকে হারিয়ে আফকন কোয়ার্টার ফাইনালে ১০ জনের মালি

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৩৮ পূর্বাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) ফুটবলে নাটকীয় ম্যাচে ১০ জনের দল নিয়েও তিউনিসিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মালি। শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে ড্র থাকার পর পেনাল্টি শুটআউটে ৩-২ ব্যবধানে জয় পায় মালি।

শনিবার মরক্কোর কাসাব্লাঙ্কার মোহাম্মদ ভি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই চাপে পড়ে মালি। ম্যাচের ২৬তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মালির ডিফেন্ডার ওয়োই কুলিবালি। এরপর প্রায় পুরো ম্যাচই ১০ জন নিয়ে খেলতে হয় দলটিকে।

আরও পড়ুন: গোলের বন্যায় বিলবাওকে উড়িয়ে সুপার কাপ ফাইনালে বার্সেলোনা

দীর্ঘ সময় গোলশূন্য থাকার পর ৮৮তম মিনিটে তিউনিসিয়ার হয়ে হেডে গোল করেন বদলি ফরোয়ার্ড ফিরাস চাওয়াত। এতে মনে হচ্ছিল ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। তবে যোগ করা সময়ে পেনাল্টি পায় মালি। ভিএআর পর্যালোচনার পর পেনাল্টি থেকে গোল করেন লাসিনে সিনায়োকো। ৯৬তম মিনিটের সেই গোলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়েও দুই দল আর কোনো গোল করতে না পারায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। মালির অধিনায়ক ও টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার ইয়ভেস বিসুমা প্রথম শট মিস করলেও তিউনিসিয়ার আলি আবদি পেনাল্টি নষ্ট করেন। এরপর মালির গোলরক্ষক জিগুই দিয়ারা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দুটি পেনাল্টি ঠেকান।

আরও পড়ুন: আইসিসি বাংলাদেশের বিরুদ্ধে কোনো আল্টিমেটাম দেয়নি: বিসিবি সভাপতি

শেষ পর্যন্ত এল বিলাল তোরে নির্ভুল শটে জয়সূচক পেনাল্টি আদায় করে নেন মালির হয়ে।

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে পশ্চিম আফ্রিকার শক্তিশালী দল সেনেগালের মুখোমুখি হবে মালি। আগামী শুক্রবার তানজিয়ারে অনুষ্ঠিত হবে ম্যাচটি। উল্লেখ্য, মালি এখনো পর্যন্ত কখনো আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জিততে পারেনি।