বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন আইসিসি প্রধান

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৫:১৫ পূর্বাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামীকাল ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের টি-২০ বিশ্বকাপের ম্যাচ আয়োজনের ইস্যুতে সাক্ষাৎ করবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে খেলার কথা থাকলেও নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দল সেখানে পাঠাতে অপারগতা প্রকাশ করেছে বিসিবি। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জন্য আইসিসির কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন: তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্যে ক্ষুব্ধ শান্ত

আইসিসি চেয়ারম্যান জয় শাহর বৈঠক শেষে পরিষ্কার হবে, বাংলাদেশ ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হবে নাকি ভারতেই হবে। আইসিসি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাধারী প্রতিষ্ঠান হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্তও তাদের ওপরই নির্ভর করছে।

আরও পড়ুন: তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক

ভারত ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা পিটিআইকে বলেন,  এই বৈঠকটি সিওই এবং অন্যান্য ক্রিকেট বিষয়ক ছিল। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমাদের নেই।

বিসিবি নিরাপত্তা ইস্যুতে ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি তুলেছে, বিশেষ করে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছাড়ার নির্দেশের পর। এই নির্দেশ আসে ভারতীয় উগ্রপন্থী হিন্দুত্বাবাদীদের বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগের পর।

বিসিবি সভাপতি জানিয়েছেন, আইসিসি ও অন্যান্য আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা আমাদের কারণগুলো বোঝার সুযোগ পাবেন। পূর্বে পাকিস্তানও ভারতের ম্যাচ খেলতে যায়নি। আমরা আশা করি, শিগগিরই আইসিসি সঠিক সিদ্ধান্ত জানাবে।