সীমা তুলে দিল বিটিআরসি

এখন থেকে ইন্টারনেট গ্রাহকরা যে কোন পছন্দ মত প্যাকেজ নিতে পারবে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৫ | আপডেট: ৭:২৯ পূর্বাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মোবাইল ফোনে ইন্টারনেটের প্যাকেজের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে গ্রাহকরা এখন তাদের পছন্দমত প্যাকেজ কিনতে পারবেন। রোববার (১২ জানুয়ারি) বিটিআরসির জারি করা ‘মোবাইল অপারেটরসমূহের ডাটা ও ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ’ সম্পর্কিত এক নির্দেশিকায় এসব বিষয় উল্লেখ করেছে বিটিআরসি। ফলে গ্রাহকরা তাদের পছন্দমতো বিভিন্ন মেয়াদের প্যাকেজ নিতে পারবেন।

নতুন এই নির্দেশিকার ফলে অপারেটররা তিন ধরনের প্যাকেজ দিতে পারব যেমন, নিয়মিত প্যাকেজ। সর্বনিম্ন ১৫ দিনের এই প্যাকেজগুলো সব গ্রাহকের জন্য উন্মুক্ত থাকবে। সর্বনিম্ন তিনদিন মেয়াদের গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজে গ্রাহকরা তাদের ব্যবহার ও গ্রাহকপ্রতি গড় রেভিনিউর ওপর ভিত্তি করে নির্দিষ্ট ক্যাটাগরির প্ল্যান কিনতে পারবেন। 

আরও পড়ুন: ডিজিটাল ডিটক্স: প্রযুক্তি থেকে একটু দূরে গিয়ে কিভাবে জীবন বদলে ফেলবেন

সর্বনিম্ন সাত দিন মেয়াদে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ নামে একটি প্যাকেজ বাজারের অবস্থা ও চাহিদা যাচাই-বাছাই দিবে বিটিআরসি। 

এছাড়া তিন প্যাকেজের বাইরেও গ্রাহকের স্বার্থ ও আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অপারেটররা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী প্যাকেজ নির্ধারণের পাশাপাশি তার আওতায় ঘণ্টাভিত্তিক ও ১-৩ দিন মেয়াদি প্যাকেজ করার সুযোগ রয়েছে অপারেটরদের।  বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, প্রতি ঘণ্টার জন্য সর্বোচ্চ ২০০ এমবি (মেগাবাইট), এক দিনের জন্য সর্বোচ্চ ৩ জিবি (গিগাবাইট), দুদিনের জন্য সর্বোচ্চ ৫ জিবি এবং তিন দিনের জন্য সর্বোচ্চ ৮ জিবি প্যাকেজ দিতে পারবে অপারেটররা।

আরও পড়ুন: স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে ধারণার তুলনায় অনেক বেশি জটিল ক্ষতিকর

এছাড়া ‘ফ্লেক্সিবল প্ল্যান’ হিসেবেও একটি প্যাকেজ থাকব, থাকবে মেয়াদবিহীন অর্থাৎ, আনলিমিটেড প্যাকেজ। প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে গ্রাহককে এসএমএসের মাধ্যমে জানাতে হবে মোবাইল অপারেটরদের। কোনো ডাটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা থেকে গেলে, তা ‘ক্যারি ফরওয়ার্ড’ হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগেই যদি গ্রাহক একই প্যাকেজ আবার কেনেন, তাহলে পরের প্যাকেজে অব্যবহৃত ডাটা ব্যবহার করা যাবে।

নতুন নির্দেশিকা অনুযায়ী ইতিমধ্য প্যাকেজ কিনতে পারছেন গ্রাহকরা।