জিমেইলের নতুন ফিচারেই মিলবে যে সমাধান

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৩২ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গুগল তাদের নতুন টুল ‘Manage Subscriptions’ সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করতে শুরু করেছে। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এক জায়গায় সব সাবস্ক্রিপশন ইমেইলের তালিকা দেখতে পারবেন এবং অপ্রয়োজনীয় প্রেরকের ইমেইল এক ক্লিকেই বন্ধ করতে পারবেন।

আগে জিমেইলে কোনো বাল্ক ইমেইল খুললে আলাদা করে Unsubscribe বাটন দেখা যেত। এবার সেই সুবিধাকেই আরও সহজ ও কেন্দ্রীভূত রূপে নিয়ে আসছে গুগল। নতুন মেনুতে গেলে জিমেইল স্বয়ংক্রিয়ভাবে সব সাবস্ক্রিপশন উৎস শনাক্ত করে সাজানো তালিকা দেখাবে।

আরও পড়ুন: বিটিসিএলের সব ইন্টারনেট প্যাকেজে বড় আপগ্রেড

কেন আসে এত অনাকাঙ্ক্ষিত ইমেইল?

অনেক ব্যবহারকারী বুঝতেই পারেন না—কবে তাদের ইমেইল ঠিকানা বিভিন্ন মেইলিং লিস্টে যুক্ত হয়েছে। অনেক প্রতিষ্ঠান যথাযথ সম্মতি ছাড়াই ইমেইলকে প্রোমোশনাল তালিকায় যুক্ত করে দেয়। ফলে প্রতিদিন বিজ্ঞাপন, অফার, পিআর বার্তা ও বিভিন্ন নোটিফিকেশনের ভিড়ে ইনবক্স ভরে যায়। সাংবাদিকদের ক্ষেত্রে এই পিআর ইমেইল আরও বিরক্তির কারণ হয়ে ওঠে।

আরও পড়ুন: মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করল বিটিআরসি

এক প্রযুক্তি সাংবাদিক জানিয়েছেন, প্রতিদিন বিপুল পরিমাণ পিআর ইমেইল পেতেন তিনি। নতুন টুলটি ব্যবহারের পর তার ইনবক্স অনেকটাই পরিষ্কার হয়ে গেছে।

কীভাবে ব্যবহার করবেন ‘Manage Subscriptions’?

মোবাইলে:

স্ক্রিনের ওপরে থাকা তিন দাগের মেনু ট্যাপ করুন

সাইডবার স্ক্রল করে Manage Subscriptions নির্বাচন করুন

তালিকা থেকে যেকোনো ইমেইল উৎস নির্বাচন করে খামের ওপর থাকা মাইনাস আইকনে ট্যাপ করুন

পপ-আপে Unsubscribe ট্যাপ করে নিশ্চিত করুন

ওয়েব ভার্সনে:

সাইডবারে More-এ ক্লিক

Manage Subscriptions নির্বাচন

যেই প্রেরকের ইমেইল আর পেতে চান না, তার পাশে থাকা Unsubscribe-এ ক্লিক

গুগলের দুটি গুরুত্বপূর্ণ নির্দেশনা

ফিচারটি সবার কাছে এখনো পৌঁছেনি

গুগল জানিয়েছে, টুলটি ধাপে ধাপে রোল–আউট হচ্ছে। কারও কাছে এটি এখনই নাও দেখা যেতে পারে। অ্যাপ আপডেট রেখে কয়েকদিন পর আবার চেষ্টা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Unsubscribe করলেই সঙ্গে সঙ্গে ইমেইল বন্ধ নাও হতে পারে

কারণ প্রেরক প্রতিষ্ঠান অনুরোধটি প্রক্রিয়া করতে কয়েকদিন সময় নেয়। টুলটি সরাসরি ইমেইল ব্লক করে না, বরং ব্যবহারকারীর ঠিকানাকে তাদের সাবস্ক্রিপশন তালিকা থেকে সরিয়ে দেয়।