টঙ্গীর তুরাগ তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:০৪ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের আয়োজনে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে এই জোড় ইজতেমার কার্যক্রম শুরু হয়। আগামী ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরের আগে ইজতেমার কার্যক্রম শেষ হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির বাংলাদেশের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমেদের অনুসারি ও গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, মূল বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে প্রতিবছর ৪০ দিন আগে জোড় ইজতেমার আয়োজন করা হয়ে থাকে। দেশ-বিদেশ থেকে আগত তাবলীগের চিল্লাধারী মুসল্লিরা এ সময় বার্ষিক কাজের হিসাব-নিকাশ, আলোচনা ও শীর্ষ মুরুব্বিদের রাহবারি নেওয়ার সুযোগ পান।

আরও পড়ুন: ইসলামে ভূমিকম্প ও করণীয়

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, জোবায়েরপন্থীদের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুক্রবার থেকে শুরু হয়েছে। মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ইজতেমা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।