অনলাইনে নারীদের হয়রানি ও অশালীন মন্তব্যের বিরুদ্ধে সরব হুমা কুরেশি
বলিউড অভিনেত্রী হুমা কুরেশি অনলাইনে নারীদের প্রতি বাড়তে থাকা হয়রানি নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, বাস্তবজীবন ও অনলাইনের হেনস্তার মধ্যে কোনো পার্থক্য নেই।
আরও পড়ুন: নতুন প্রেমের গুঞ্জন মালাইকার
হুমা বলেন, সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাকে অশালীন মন্তব্য ও অনুরোধের মুখে পড়তে হয়। তার ভাষায়, ‘অনলাইনে অনেকেই বলে—বিকিনিতে ছবি দাও। এগুলো নোংরা এবং দুঃখজনক।’
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান
অভিনেত্রীর মতে, অনলাইনে অশ্লীল ছবি পাঠানো বা অশালীন মন্তব্য করাকেও আইনি অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত। ‘যদি কেউ আমাকে অশ্লীল বার্তা পাঠায় বা পোস্টে বাজে মন্তব্য করে, তবে সেই অপরাধের শাস্তি রাস্তার হয়রানির মতোই হওয়া উচিত। কোনো পার্থক্য হওয়া উচিত নয়।’—বললেন তিনি।
তিনি আরও আহ্বান জানান পুরুষদের উদ্দেশে—নারীর পোশাক, মেকআপ, স্টাইল বা ওজন নিয়ে মন্তব্য করা বন্ধ করার।
২০১২ সালে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ দিয়ে বলিউডে আলোচনায় আসেন হুমা কুরেশি। এরপর ‘জলি এলএলবি’ সিরিজ, ‘মহারানি’সহ বহু উল্লেখযোগ্য প্রজেক্টে দেখা গেছে তাকে। সামনে অভিনেত্রীকে দেখা যাবে যশের সঙ্গে ‘টক্সিক’ ছবিতে।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘জলি এলএলবি ৩’-এ তার উপস্থিতি তুলনামূলক কম হওয়ায় সামাজিকমাধ্যমে সমালোচনার মুখে পড়ছেন তিনি। এ প্রসঙ্গে হুমা জানান, অনেক সময় গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোই বাদ পড়ে যায়, যা তার নিয়ন্ত্রণে থাকে না।





