ইলন মাস্কের নতুন উদ্যোগ উইকিপিডিয়ার বিকল্প ডিজিটাল বিশ্বকোষ চালু
প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সএআই (xAI) উইকিপিডিয়ার বিকল্প হিসেবে ‘গ্রোকিপিডিয়া (Grokipedia)’ নামে একটি নতুন ডিজিটাল বিশ্বকোষ চালু করেছে। সোমবার (২৮ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে সাইটটির যাত্রা শুরু হয়।
আরও পড়ুন: আপনার ফোনে ম্যালওয়্যার আছে কি না বুঝবেন কীভাবে
দীর্ঘদিন ধরেই উইকিপিডিয়াকে আদর্শগতভাবে বাম-ঘেঁষা ও পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করে আসছিলেন মাস্ক। তারই বিকল্প হিসেবে তিনি তৈরি করেছেন এ নতুন প্ল্যাটফর্ম।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখের বেশি ভিডিও সরালো টিকটক
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার সন্ধ্যা নাগাদ গ্রোকিপিডিয়ার ‘ভার্সন ০.১’-এ ৮ লাখ ৮৫ হাজারেরও বেশি আর্টিকেল যুক্ত করা হয়েছে। তুলনামূলকভাবে ইংরেজি উইকিপিডিয়ায় বর্তমানে প্রায় ৭০ লাখেরও বেশি নিবন্ধ রয়েছে।
ইলন মাস্ক জানিয়েছেন, খুব শিগগিরই গ্রোকিপিডিয়ার ভার্সন ১.০ চালু করা হবে, যা বর্তমান সংস্করণের তুলনায় ১০ গুণ বেশি সমৃদ্ধ হবে। এমনকি তিনি দাবি করেন, বর্তমান সংস্করণই “উইকিপিডিয়ার চেয়ে ভালো।
সাইট উদ্বোধনের পর মাস্ক তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ লেখেন, গ্রোক ও গ্রোকিপিডিয়া ডট কমের লক্ষ্য হলো সত্য, সম্পূর্ণ সত্য, এবং সত্য ছাড়া আর কিছু নয়। আমরা হয়তো নিখুঁত হতে পারব না, কিন্তু সেই লক্ষ্যেই এগিয়ে যাব। প্রাথমিকভাবে গত সেপ্টেম্বরের শেষ দিকে সাইটটি চালুর পরিকল্পনা ছিল। তবে কিছু ভুল বা একপেশে তথ্য সংশোধনের কারণে” উদ্বোধন বিলম্বিত হয় বলে জানিয়েছেন মাস্ক। মাস্ক দীর্ঘদিন ধরেই উইকিপিডিয়ার সমালোচক। ২০২৪ সালে তিনি এটিকে অতি-বামপন্থীদের দ্বারা নিয়ন্ত্রিত প্ল্যাটফর্ম বলে মন্তব্য করেন এবং অনুদান প্রদান বন্ধ করার আহ্বান জানান। গ্রোকিপিডিয়ার সব কনটেন্ট তৈরি করা হয়েছে এক্সএআই-এর নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাসিস্ট্যান্ট ‘গ্রোক’-এর সহায়তায়।
গ্রোকিপিডিয়ায় ইলন মাস্ককে নিয়ে লেখা একটি নিবন্ধে বলা হয়েছে, টেসলা ও স্পেসএক্স-এর সিইও ইলন মাস্ক প্রযুক্তিগত অগ্রগতি, জনসংখ্যা হ্রাস ও প্রাতিষ্ঠানিক পক্ষপাতের মতো বৈশ্বিক আলোচনাকে প্রভাবিত করেছেন। এছাড়া সেখানে উল্লেখ করা হয়েছে, প্রচলিত মিডিয়া প্রায়ই বামপন্থী দৃষ্টিভঙ্গি থেকে মাস্কের সমালোচনা করে থাকে।
উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত উইকিপিডিয়া একটি স্বেচ্ছাসেবক-নির্ভর অনলাইন বিশ্বকোষ, যা অনুদানের মাধ্যমে পরিচালিত হয়। যেকোনো ব্যবহারকারী সেখানে নিবন্ধ তৈরি বা সম্পাদনা করতে পারেন। প্রতিষ্ঠানটি সবসময়ই দাবি করে, তাদের কনটেন্টে “নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি (Neutral Point of View)” বজায় রাখা হয়।





