নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একগুচ্ছ সিদ্ধান্ত

সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, হাদির গুলি বর্ষণকারী ব্যক্তির সন্ধান দিলে পুরস্কার

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:২২ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সরকার। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানানো হয়েছে।

প্রিয় সাংবাদিকদের উদ্দেশে পাঠানো এক লিখিত বক্তব্যে জানানো হয়, আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সাম্প্রতিক সভায় রুটিন আলোচনার পাশাপাশি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি এবং জুলাই গণঅভ্যুত্থানের সমর্থক সারির যোদ্ধা ওসমান হাদির ওপর হামলার বিষয়টি বিশেষভাবে আলোচনায় আসে।

আরও পড়ুন: হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

বক্তব্যে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বর্তমান অন্তর্বর্তী সরকার ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে এবং অনতিবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এতে আরও বলা হয়, ওসমান হাদির ওপর এই হামলাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন বানচাল বা বাধাগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্র অন্তর্বর্তী সরকার কঠোরভাবে দমন করবে।

আরও পড়ুন: ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস

বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সমর্থক সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর উল্লেখ করে জানানো হয়, সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এ ছাড়া অপরাধী ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ অবিলম্বে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়।