হাদির ওপর হামলা: র্যাবের অভিযানে পিস্তলসহ বিপুল গোলাবারুদ উদ্ধার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় একজনকে আটক করেছে র্যাব-১১। একই সঙ্গে অভিযানে হামলায় ব্যবহৃত পিস্তলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে নরসিংদী সদর থানাধীন তরুয়া এলাকার তরুয়া বিল থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। অভিযানে আটক ব্যক্তির নাম মো. ফয়সাল (২৫)। তিনি মৃত আমিনুল হকের ছেলে। তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শিবপুর এলাকায়। তবে সম্প্রতি তিনি নরসিংদী মডেল থানাধীন শাপলা চত্বরসংলগ্ন হাফেজ মিয়ার বাড়িতে বসবাস করছিলেন।
আরও পড়ুন: বিএনপি নেতাকে গুলি করে হত্যা
র্যাব সূত্র জানায়, ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদের শ্যালক ওয়াহিদ আহমেদ ওরফে শিপু জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর তরুয়া বিলে অভিযান চালানো হয়।
অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— ২টি বিদেশি পিস্তল, ৪১ রাউন্ড পিস্তলের গুলি, ২টি ম্যাগাজিন এবং ১টি খেলনা পিস্তল।
আরও পড়ুন: হবিগঞ্জে বিজিবির অভিযানে প্রায় ৩৭ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
এর আগে একই দিন রাতে র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সল করিমের বোনের বাসা ও পাশের একটি ফাঁকা স্থান থেকে আরও ২টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি এবং ১টি চাকু উদ্ধার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ যাচাই-বাছাই করে মামলার আলামত হিসেবে আদালতে উপস্থাপন করা হবে।





