যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা বদল: নিরাপত্তা বাড়বে, নাকি হারাবে জনপ্রিয়তার ধার?
যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা ও পরিচালনায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা পরিচালনার জন্য আমেরিকান বিনিয়োগকারীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির ফলে দেশটিতে টিকটকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে—এই পরিবর্তনে টিকটক কি আরও নিরাপদ হবে, নাকি ধীরে ধীরে হারাবে তার বৈশ্বিক প্রভাব ও জনপ্রিয়তা?
টিকটকের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে তাদের ব্যবহারকারী সংখ্যা প্রায় ১৭ কোটির বেশি। এই বিপুল ব্যবহারকারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হলো টিকটকের ‘ফর ইউ’ পেজ। এখানেই কাজ করে প্ল্যাটফর্মটির সবচেয়ে শক্তিশালী অস্ত্র—রিকমেন্ডেশন অ্যালগরিদম। ব্যবহারকারীর আচরণ, পছন্দ ও দেখার ইতিহাস বিশ্লেষণ করে এই অ্যালগরিদম কনটেন্ট সাজিয়ে দেয়, যা টিকটকের দ্রুত জনপ্রিয়তার অন্যতম কারণ।
আরও পড়ুন: চীনা স্যাটেলাইটের সঙ্গে সংঘর্ষের মুখে স্পেসএক্সের স্টারলিংক, শেষ মুহূর্তে রক্ষা
চুক্তির শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রে টিকটকের অ্যালগরিদম পরিচালনা ও লাইসেন্সিংয়ের দায়িত্ব পাবে প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল। নতুন কাঠামোয় এই অ্যালগরিদম মূলত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্যের ওপর ভিত্তি করে প্রশিক্ষিত হবে। এর ফলে বৈশ্বিক ডেটা প্রবাহ সীমিত হয়ে আসবে, যা টিকটকের কনটেন্ট বৈচিত্র্য ও ভাইরাল ট্রেন্ডের গতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
প্রযুক্তি সাংবাদিক উইল গায়াট মনে করেন, যুক্তরাষ্ট্রের টিকটক আন্তর্জাতিক সংস্করণের মতো দ্রুত নতুন ফিচার ও আপডেট পাবে কি না—সেটি বড় প্রশ্ন। যদি নতুন ফিচার পেতে দেরি হয়, তাহলে ব্যবহারকারীর অভিজ্ঞতায় পার্থক্য তৈরি হতে পারে।
আরও পড়ুন: ১৬ ডিসেম্বর নয়, ১ জানুয়ারি থেকে চালু হচ্ছে এনইআইআর
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক কোকিল জাইদকা বলেন, টিকটকের জনপ্রিয়তার মূল উপাদান—ছোট ভিডিও, লাইভ শপিং ও কনটেন্ট ক্রিয়েটর ইকোসিস্টেম—সবই থাকবে। তবে অ্যালগরিদম যদি সীমিত ডেটার ওপর নির্ভর করে কাজ করে, তাহলে ব্যক্তিগতকরণে ধীরগতি আসতে পারে। ভাইরাল ট্রেন্ড ধরতেও আগের চেয়ে বেশি সময় লাগতে পারে।
নতুন বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে ওরাকল, সিলভার লেক এবং আবুধাবিভিত্তিক বিনিয়োগ তহবিল এমজিএক্স। বিশ্লেষকদের মতে, এসব বিনিয়োগকারীর প্রভাব টিকটকের কনটেন্ট নীতিতে আরও সংযম আনতে পারে। এতে করে প্ল্যাটফর্মটি আগের তুলনায় আরও নিয়ন্ত্রিত হয়ে উঠতে পারে।
ডিজিটাল মিডিয়া বিশ্লেষক ম্যাট নাভারার বলেন, আসল প্রশ্ন ব্যবহারকারী সংখ্যা কমবে কি না, তা নয়। বরং প্রশ্ন হলো—টিকটক কি আগের মতোই ইন্টারনেটের পরীক্ষামূলক ও সাহসী জায়গা হিসেবে টিকে থাকবে, নাকি এটি হয়ে উঠবে আরও ভদ্র ও নিয়ন্ত্রিত একটি প্ল্যাটফর্ম?
যুক্তরাষ্ট্রে টিকটকের সামনে এখন এক নতুন অধ্যায়। এই অধ্যায় হয়তো জাতীয় নিরাপত্তা ও ডেটা সুরক্ষা নিয়ে উদ্বেগ কমাবে। তবে তার বিনিময়ে টিকটকের স্বাতন্ত্র্য, বৈশ্বিক সংযোগ ও সৃজনশীল স্বাধীনতা কতটা বদলে যাবে—সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।





