ফেনীতে রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা দুর্বৃত্তদের

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১০ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:৩৫ পূর্বাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী অংশে ফিশপ্লেট বিচ্ছিন্ন করে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৮ নভেম্বর) সকালে জেলার দক্ষিণ সহদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে। সময়মতো রেল কর্তৃপক্ষ ও পুলিশ ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দায়িত্ব পালনের সময় গেটম্যান আমিনুল ইসলাম রেললাইনের ওপর একটি কাপড় ও খুলে ফেলা রেল বিট দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি রেল পুলিশকে খবর দেন। পরে জিআরপি, পুলিশ ও রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা মেরামত কাজ চালিয়ে রেললাইন সচল করেন।

আরও পড়ুন: ২৩ ঘণ্টা পর পূর্ণ রুটে মেট্রোরেল চালু

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন জানান, ফেনী রেলস্টেশন থেকে প্রায় ১ হাজার ৫০০ মিটার দূরে দক্ষিণ সহদেবপুর রেলওয়ে ব্রিজসংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা রেলপথের আপলাইনে ৮৯ দশমিক শূন্য ১ অংশে ফিশপ্লেট, ছয়টি নাট, ২০টি কার্ড স্লিপার ও ৪০টি ইআরসি খুলে ফেলে। পরে রেলবিটটি এক ফুট দূরে সিগন্যাল বাতির খুঁটির সঙ্গে বেঁধে দেয় তারা।

তিনি আরও বলেন, “এটি পরিকল্পিত নাশকতার চেষ্টা বলে ধারণা করা হচ্ছে।” এ ঘটনায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল সোয়া ৭টার বদলে সকাল সোয়া ৯টায় ফেনী অতিক্রম করে, ফলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

আরও পড়ুন: সময় বাড়ল মেট্রো চলাচলের

ফেনী রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী সারোয়ার আলম বলেন, “ঘটনাটি নাশকতা অথবা মাদকাসক্তদের কাণ্ড হতে পারে।” তিনি জানান, এ বিষয়ে লাকসাম জিআরপি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।