ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:২৭ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মোটরসাইকেল চলাচল ৭২ ঘণ্টা নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিশন সভা শেষে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

সানাউল্লাহ বলেন, “যান চলাচলে নিষেধাজ্ঞার ব্যাপারে অতীতে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেটিই বলবৎ থাকবে। অর্থাৎ, ২৪ ঘণ্টার জন্য ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রো ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। আর মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে ৭২ ঘণ্টা। তবে আগের মতোই জরুরি সেবায় নিয়োজিত যানবাহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে।”

তিনি আরও বলেন, ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি থাকবে। তবে ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান খোলা থাকবে।

আরও পড়ুন: কুয়াশার কারণে ঢাকায় অবতরণ ব্যর্থ, ৫ ফ্লাইট ডাইভার্ট হয়ে গেল কলকাতা

নির্বাচন কমিশনার জানান, তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে এবং প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোটগ্রহণের ৫ দিন আগে ম্যাজিস্ট্রেট সংখ্যা বাড়ানো হবে।

এছাড়া, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সকল ব্যানার ও পোস্টার সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোকে ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার-ব্যানার সরাতে হবে। এ সময়সীমা অমান্য করলে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”