যেমন থাকবে আজকের আবহাওয়া

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৫:১৮ পূর্বাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৪
আবহাওয়া অফিস। ছবিঃ সংগৃহীত
আবহাওয়া অফিস। ছবিঃ সংগৃহীত

আগামী ৬ ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, এই ৬ ঘণ্টায় ঢাকা ও পাশ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আরও পড়ুন: দেশের ৭ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার আভাস

বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।