লঘুচাপে দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়ছে, শীতল হতে পারে তাপপ্রবাহও

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে বৃষ্টির প্রবণতা বাড়ছে সারা দেশে। এ অবস্থায় আগামী ১ অক্টোবরের দিকে আরও একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একই এলাকায়। শনিবার (২৭ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো এক পূর্বাভাস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। এর ফলে মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

রোববার (২৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ ধেয়ে আসছে, বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

সোমবার (২৯ সেপ্টেম্বর)চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু’এক স্থানে একই ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অংশেও বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরও পড়ুন: ঢাকায় কমছে দিনের তাপমাত্রা, শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস

বুধবার (১ অক্টোবর)নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার দিনে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকাসহ অন্যান্য অঞ্চলেও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাস অনুযায়ী, ১ অক্টোবরের পরবর্তী পাঁচদিনের শুরুতে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। এতে কিছু এলাকায় জলাবদ্ধতা, নদ-নদীর পানি বৃদ্ধি এবং কৃষিকাজে সাময়িক প্রভাব পড়তে পারে।